Logo Logo

মায়ের সামনে দুই ভাইকে হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার


Splash Image

নরসিংদীর শিবপুরে দুই ভাইকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করে জেলা পুলিশ।


বিজ্ঞাপন


নরসিংদী জেলার শিবপুর থানাধীন বৈলাব গ্রামে আপন চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে গত ১০ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস টিম হবিগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল আসামি শিবপুর উপজেলার বৈলাব এলাকার মামুন এর ছেলে দিদারুল ইসলাম (২৬)কে গ্রেফতার করে এবং আসামীর দেখানো ও সনাক্তমতে তার বাড়ীর পিছনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...