বিজ্ঞাপন
নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মীর্জাপুর গ্রামে জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছে। এসময় জুয়ার সরঞ্জামাদিসহ মোট আটজনকে আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এর অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইকবালের নেতৃত্বে একটি টিম সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায়। সেখানে জুয়া খেলায় লিপ্ত অবস্থায় আটজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
খায়রুল ইসলাম (৩৩)
কাছম আলী (৫৫)
রাহাত ইসলাম (১৮)
বুলবুল মিয়া (৫০)
মো. হেলিম মিয়া (৪৫)
মো. বিল্লাল হোসেন (২৬)
ফুল মিয়া (৩৫)
রবিন হাসান (২৫)
এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...