Logo Logo

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


Splash Image

রাজবাড়ীর কালুখালী উপজেলায় র‌্যাব-১০ এর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন—মেহেরপুর সদর থানার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) এবং একই থানার দিঘীরপাড়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়েতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, তথ্যভিত্তিক গোপন অভিযান, পেশাদারিত্ব ও পরিকল্পনার মাধ্যমে তারা বড় অপরাধচক্র ভাঙতে সক্ষম হচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার এবং ব্যবসায়ী গ্রেফতারের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে রক্ষায় র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...