জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
বিজ্ঞাপন
বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ভোট গণনার পর ফলাফল ঘোষণার প্রস্তুতি রয়েছে। গণনা শেষে আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফল ঘোষণা করা সম্ভব হবে।
ভোট গণনার কাজ পালা করে চলছে কি না তা সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার জানান, “সেটা করার কোনো সুযোগ নেই।”
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহীও বেলা সাড়ে ১১টার কিছু আগে জানান, আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে এর আগে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাতের মধ্যেই জাকসু ও বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনের ফলাফলের জন্য টানা তিনদিন গণনার কাজ চলে।
এই নির্বাচনের প্রেক্ষাপটে নানা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। ভোট বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। ভোটারের প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...