ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ভোট গণনা শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “ফলাফল ঘোষণা সময়মতো প্রকাশ করা হবে।”
এরই মধ্যে নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাবি শাখার সভাপতি। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এবং বিভিন্ন অনিয়ম ঘটেছে।
মাফরুহী সাত্তার বলেন, “অনেক অভিযোগ উঠেছে। আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি। এখন পদত্যাগ না করলে পরে যদি অনিয়মের কথা বলি, তখন প্রশ্ন উঠবে কেন পদত্যাগ করিনি।”
তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের (এজিএস) প্রার্থী ফেরদৌস আল হাসান এই পদত্যাগকে নস্যাৎ করে অভিযোগ করেছেন। তিনি বলেন, “জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।”
উল্লেখ্য, জাবির ছাত্ররাজনীতিতে এই পদক্ষেপ নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও বিতর্কের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক এবং শিক্ষার্থীরা ফলাফলের দিকে নজর রাখছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...