বিজ্ঞাপন
এসময় প্রধান অতিথির বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, “গণতন্ত্রের অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তৃণমূল পর্যায়ে গণফোরামকে আরও শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় নির্বাচন কোনো অজুহাতে বিলম্বিত করা যাবে না। সংবিধান সংশোধন বা পরিবর্তন সংসদের মাধ্যমেই হতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সমর্থনযোগ্য। “রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বিকল্প নেই। জাতীয় ঐক্য বিনষ্টের চেষ্টাকে প্রতিহত করতে হবে।”
এসময় গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামীম, সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুরাইয়া খানম, ফরিদপুর জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ গাঙ্গুলি, গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, গণফোরাম নেতা এনায়েত হোসেন, ডা. সিদ্ধেশ্বর মজুমদার, কাজী আনোয়ার ইকবাল মিটুসহ জেলা গণফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণফোরামের নেতৃবৃন্দ জানান, নতুন এই জেলা কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...