বিজ্ঞাপন
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
পরবর্তী দুদিন ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়েছে। সবমিলিয়ে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মচারীরা।
সাধারণত সরকারি কর্মচারীদের জন্য ঈদে তিন দিন এবং দুর্গাপূজায় এক দিনের ছুটি প্রযোজ্য থাকে। তবে প্রয়োজন অনুসারে কোনো কোনো বছর নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়ে থাকে।
উল্লেখ্য, ২০২৫ সালের জন্য দুই ঈদে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর এই ছুটির তালিকা অনুমোদন করা হয়। সেই অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...