বিজ্ঞাপন
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থীদের তালিকা
জিএস পদে তিন হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত ছাত্র জোটের মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট। ছাত্রদলের সমর্থিত প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট।
এজিএস (পুরুষ) পদে ২ হাজার ৩৫৮ ভোট পেয়ে জয় পেয়েছেন ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে ৩ হাজার ৪০২ ভোটে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।
অন্যান্য পদে বিজয়ীদের মধ্যে রয়েছেন— শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা (২,৪২৮ ভোট), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: সাফায়েত মীর (২,৮১১ ভোট), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম (১,৯০৭ ভোট), সহ-সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ রায়হান উদ্দিন (১,৯৮৬ ভোট), নাট্য সম্পাদক: রুহুল ইসলাম (১,৯২৯ ভোট), সহ-ক্রীড়া সম্পাদক: মো. মাহাদী হাসান (২,১০৫ ভোট), সহ-ক্রীড়া (নারী) সম্পাদক: ফারহানা আক্তার (১,৯৭৬ ভোট), তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম (২,৪৩৬ ভোট), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ): তৌহিদ হাসান (২,৪৪২ ভোট), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী): নিগার সুলতানা (২,৯৬৬ ভোট), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (২,৬৫৩ ভোট), পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান (২,৫৫৯ ভোট)।
কার্যকরী সদস্য (নারী) পদে জয়ী হয়েছেন নুসরাত জাহান ইমা (৩,০১৪ ভোট), ফাবলিহা জাহান নাজিয়া (২,৪৭৫ ভোট) ও নাবিলা বিনতে হারুন (২,৭৫০ ভোট)। আর কার্যকরী সদস্য (পুরুষ) পদে জয় পেয়েছেন হাফেজ তারিকুল ইসলাম (১,৭৪৬ ভোট) ও মো. আবু তালহা (১,৮৫৪ ভোট)।
নির্বাচনের ঘোষিত ফলে দেখা যায়, অধিকাংশ পদেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...