Logo Logo

সড়ক অবরোধকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


Splash Image

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের কারণে যারা সড়ক ও রেলপথ অবরোধ করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এই সমস্যা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।”

উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, পুলিশের প্রশিক্ষণ, ছিনতাই, চুরি-ডাকাতি ও সীমান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়নের সীমানা সংক্রান্ত সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “ফরিদপুরের এই দুটি ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত; আমাদের কোনো সরাসরি সিদ্ধান্ত নেই। নির্বাচন কমিশন যুক্তি-তর্ক শোনার পর এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে এর জন্য ক্ষোভ দেখা দিয়েছে।”

উপদেষ্টা আরও বলেন, “যদি তাদের ক্ষোভ থাকে, সেটি যথাযথ চ্যানেলের মাধ্যমে জানানো উচিত ছিল। কিন্তু সড়ক ও রেলপথ অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। এই দুটি ইউনিয়নে ভোটার সংখ্যা যতই হোক, লাখ লাখ মানুষকে জিম্মি করা ঠিক নয়। সমস্যা সমাধান না হলে আইন প্রয়োগ করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...