বিজ্ঞাপন
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আনুষ্ঠানিকভাবে নতুন বাসগুলোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শওকাত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক, আইকিউএসির পরিচালক ও গণিত বিভাগের অধ্যাপক এবং পরিবহনপুল পরিচালক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপকসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান, “বাস সংকটে প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো। নতুন বাস সংযোজনের ফলে এখন হয়তো সময়মতো ক্লাসে পৌঁছানো সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
পরিবহনপুল পরিচালক বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে নতুন বাস সংযোজনের উদ্যোগ নিয়েছি। আমরা ১৪টি বাস চেয়েছিলাম, তবে এ পর্যন্ত সাতটি বাস দিয়েছে। আশা করি এগুলো শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে যাতায়াত নিশ্চিত করতে সহায়ক হবে।”
উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসিক সুবিধা এখনো পুরোপুরি দেওয়া সম্ভব হয়নি। নতুন বাস সংযোজন তাদের যাতায়াতের সমস্যা অনেকটা লাঘব করবে। এর ফলে সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া সম্ভব হবে এবং একাডেমিক কার্যক্রমে আরও অগ্রগতি ঘটবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...