Logo Logo

ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা


Splash Image

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও (রোববার) ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। সকাল ৯টার দিকে উপজেলার বড় হামিরদী হাইস্কুল সংলগ্ন এলাকায় খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেন আটকে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা।


বিজ্ঞাপন


গতকাল শনিবারের ঘোষণার পরিপ্রেক্ষিতে রোববার ভোর থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা। এ কর্মসূচি চলবে আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। শনিবার বিকেল ৫টায় আলগী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদী, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী ও মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। একইভাবে ফরিদপুর-ঢাকা ও ঢাকা-খুলনা রেলপথে গাছ ফেলে এবং লাল পতাকা টাঙিয়ে অবরোধ করা হয়েছে। এতে হামিরদী রেলপথে নকশীকাঁথা কমিউটার ট্রেন আটকে যায়। ফলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার রেল ও সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে।

অবরোধে নেতৃত্ব দেওয়া জনি মীর, পলাশ মিয়া ও তৌহিদুল ইসলাম বুলবুল জানান, তাদের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে গভীর রাতে ডিবি পুলিশ আটক করেছে—এমন খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে সড়কে নেমে আসেন। তারা জানান, চেয়ারম্যানকে মুক্তি না দেওয়া পর্যন্ত এবং নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি বেপারী বলেন, সকাল সাড়ে আটটার দিকে হামিরদী এলাকায় নকশীকাঁথা কমিউটার ট্রেন অবরোধ করে রাখা হয়। এতে যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। নগরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামে ভাঙ্গার মানুষ। তাদের দাবি, দুটি ইউনিয়ন ফেরত না পাওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...