বিজ্ঞাপন
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি জমা দেন এবং শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প নিয়ে শুরু থেকেই নানামুখী ষড়যন্ত্র চলছে। অবৈধ বালু উত্তোলন সেই ষড়যন্ত্রেরই অংশ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে এবং দায়ীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অবহিতকরণ পত্র জমা দেওয়ার পাশাপাশি শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...