Logo Logo

কোম্পানীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এশার নামাজ আদায়ের সময় মসজিদেই মৃত্যু হয়েছে আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর।


বিজ্ঞাপন


রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত ফারুক একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা। চার সন্তানের জনক ফারুক একসময় লন্ডন প্রবাসী ছিলেন। দেশে ফিরে তিনি স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফল ব্যবসা শুরু করেন।

ফারুকের ভাতিজা আমজাদ হোসেন জানান, “রোববার রাতে চাচা মসজিদে এশার নামাজ পড়ছিলেন। দ্বিতীয় রাকাত শেষে তৃতীয় রাকাতে দাঁড়ালে তিনি হঠাৎ স্ট্রোক করেন। স্থানীয় লোকজন গ্রাম্য চিকিৎসক নিয়ে আসেন, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...