বিজ্ঞাপন
দৈনিক আজকালের খবর পত্রিকার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি সহিদুল তালুকদারের অফিসে চুরি হয়েছে।
ওই অফিস থেকে চোর চক্র কম্পিউটারের সিপিইউ , মনিটর ও ভিডিও ক্যামেরা চুরি করে নিয়ে গেছে ।
এ ব্যাপারে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় শহিদুল লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
তিনি বলেন, দক্ষিণ জলিরপাড়ে আমার একটি অফিস রয়েছে।গত শনিবার (১৩ সেপ্টেম্বর) অফিস বন্ধ করে আমি বাড়ি চলে যাই। পরের দিন রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে অফিস খুলে দেখি আমার অফিস তছনছ করা হয়েছে । সেখানে কম্পিউটারের সিপিইউ , মনিটর ও ভিডিও ক্যামেরা নেই। শুকুর আলী চোকদার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের চুন্নু চোকদারের ছেলে।
তিনি একজন পেশাদার চোর । আমার অফিসে তার নিয়মিত যাতায়াত ছিল।সে তার লোকজন নিয়ে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছি । আমি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জনাচ্ছি।
অভিযুক্ত শুকুর আলী চোকদার চুরির বিষয় অস্বীকার করে বলেন, আমি শহিদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এটি জানতে পেরে শহিদুল আমার বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেছে। পুলিশ তদন্ত করলে সত্য বেড়িয়ে আসবে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল বলেন,
এ ব্যাপারে মুকসুদপুর থানায় দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
- মনোজ সাহা, গোপালগঞ্জ
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...