বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে আধ্যাত্মিক আবহ। এরপর জাতীয় সংগীত পরিবেশনের সময় নবীন শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে প্রাঙ্গণকে আবেগঘন করে তোলে।
প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শামীম আক্তার চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট এস. এম. ফোরকান, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, হিতৈষী সদস্য মোহাম্মদ তৈয়ব, অভিভাবক প্রতিনিধি দলিল আহমেদ, শিক্ষক প্রতিনিধি সুজন দাশ এবং ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক নাজনীন সুলতানা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন কলেজের সাংস্কৃতিক ফোরামের সদস্যরা। সংগীত ও নৃত্যে ভরে ওঠে পুরো মঞ্চ।
সুষ্ঠু পরিচালনা ও শৃঙ্খলা রক্ষায় কলেজের রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়; সুশিক্ষার মাধ্যমে নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সাফল্য।” তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং উচ্চশিক্ষা জীবনে কঠোর পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার ও ইতিবাচক মনোভাব বজায় রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে জানান, এই আয়োজন তাদের নতুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সহায়তা করেছে। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকসুলভ আচরণ তাদের নতুন অনুপ্রেরণা জুগিয়েছে, যা ভবিষ্যতে শিক্ষাজীবনে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তুলবে।
আনন্দঘন এই আয়োজনে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ পরিবারে যুক্ত হলো নতুন প্রাণ। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠা ক্যাম্পাস কলেজ জীবনের সূচনায় এনে দিল ভিন্ন মাত্রা।
প্রতিবেদক- সাইফুল ইসলাম, কর্ণফুলী, চট্টগ্রাম
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...