বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজারে স্থানীয় গণ্যমান্যের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী সাগর।
লিখিত বক্তব্যে সাগর জানান, তাদের গ্রামের জালাল উদ্দিন জীবদ্দশায় ভিটেবাড়িসহ মোট ১১২ শতক জমি বড় ছেলে রেজাউল করিমের নামে লিখে দিয়েছেন। সম্প্রতি জমি বিক্রি করে পাওয়া ১৫ লাখ টাকাও বড় ছেলেকে বুঝিয়ে দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, রেজাউল করিম ময়মনসিংহ শহরে দুই ভাইয়ের নামে যৌথভাবে জমি কেনার কথা বলে তার (সাগর) কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে সেই জমি নিজের নামে দলিল করে নেন এবং অর্থও ফেরত দেননি। এ ছাড়া সাগরের মেয়ের নামে লিখে দেওয়া ২৫ শতক জমি বিক্রির চেষ্টাতেও পিতা-পুত্র বাধা দেন।
সাগরের অভিযোগ, “আমার পুত্র সন্তান না থাকায় আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন আমার পিতা। একাধিকবার স্থানীয় গণ্যমান্যের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তারা সমঝোতায় আসেননি।”
তিনি আরও জানান, এক বৈঠকে এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটলে সেটিকে পুঁজি করে ‘ছেলে পিতাকে মারধর করেছে’—এমন সাজানো অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা করেন জালাল উদ্দিন। “পরে সেনাবাহিনীতে কর্মরত বড় ভাই রেজাউল প্রভাব খাটিয়ে মামলার মনগড়া প্রতিবেদন করান,” বলেন সাগর।
স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে থানা কর্তৃপক্ষও বিষয়টি মীমাংসা করতে পারেনি বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী সাগর দ্রুত ন্যায়বিচার এবং তার প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...