বিজ্ঞাপন
নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে। তিনি বরিশাল বিআরটিসি ডিপো অফিসে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাড়িতে যাওয়ার কথা জানিয়েছিলেন জাকির। কিন্তু তিনি সেখানে না গিয়ে নিখোঁজ হন। পরদিন সকালে নিজ বাড়ির সামনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান গ্রামবাসী।
জাকির হোসেনের ছোট ভাই মিজান ঢালী অভিযোগ করেন, বড় ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...