প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, অল্প সময়েই তিনি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। তিনি বলেন, “যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আপনি (ড. ইউনূস) প্রশংসার দাবিদার।”
বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের জন্যও প্রশংসা করেন আইএমএফ প্রধান।
কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে আমি আমার আগের কাজে ফিরে যাবো।”
আলোচনায় জর্জিয়েভা আরও উল্লেখ করেন, শক্ত অর্থনৈতিক অবস্থানে যেতে হলে বাংলাদেশকে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কারে মনোযোগ দিতে হবে।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমরা পুরোপুরি ভেঙে পড়া একটি অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।”
আঞ্চলিক বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে মতবিনিময় হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...