Logo Logo

মনিরামপুরে নিজের বিচারের দাবিতে শিক্ষকের অবস্থান কর্মসূচি


Splash Image

যশোরের মনিরামপুরে সম্মিলনী ডিগ্রি কলেজের এক শিক্ষক নিজের বিচার দাবি করে কলেজের ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি ছবি ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


ব্যানার ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষক হাফিজুর রহমান কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি অভিযোগ করেছেন, তাঁর দুই সহকর্মী—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস টিটো ও ভূগোল বিভাগের আব্দুস সালাম—কলেজের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। হাফিজুর রহমান এমনকি আত্মহত্যার চেষ্টা করার কথা বলেছেন।

হাফিজুর রহমান বলেন, “কলেজে নিয়মিত কমিটি গঠনের জন্য শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার আলোচনা হয়েছে। আমি একজন প্রার্থী। অধিকাংশ শিক্ষক আমাকে ভোট দিতে চেয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়ে টিটো ও আব্দুস সালাম আমার সম্পর্কে ম্যাসেঞ্জার গ্রুপে উল্টোপাল্টা মন্তব্য করেছেন। আমি মনে করি, যদি আমি খারাপ হয়ে থাকি, আমার বিচার হওয়া উচিত। এজন্য আমি কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি।”

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম জানান, “হাফিজুর রহমানের অবস্থান কর্মসূচি জানার পর আমি নিজে তাঁকে অফিসে ডেকে আলোচনা করেছি। তিনি দুজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আমি তাকে প্রমাণাদি সহ লিখিত অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছি এবং সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ তোলা দুই শিক্ষকের মধ্যে রুহুল কুদ্দুস টিটো বলেন, “হাফিজুর রহমান নিজে থেকে কলেজে দায়িত্ব নিতে চেয়েছিলেন। নবীন বরণ অনুষ্ঠানে দায়িত্ব না দেওয়া ও টিআর নির্বাচনে ভোট না দেওয়ায় তিনি চটেছেন এবং কয়েকজন শিক্ষকের প্রতি হুমকি দিয়েছেন। ম্যাসেঞ্জার গ্রুপে শুধু আচরণ পরিবর্তনের জন্য একটি মন্তব্য করেছি। এর বাইরে কোনো খারাপ মন্তব্য করা হয়নি।”

বর্তমানে হাফিজুর রহমান লিখিত অভিযোগ জানানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি।

প্রতিবেদক- আব্দুল জলিল, যশোর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...