Logo Logo

মানব পাচার মামলায় ফরিদপুরে এক যুবককে যাবজ্জীবন


Splash Image

ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে অপহরণ করে বিদেশে পাচার ও যৌনতায় বাধ্য করার অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উভয় আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রামপদ বিশ্বাস (৭৯) আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি পলাতক পিকুল মোল্লা (৪৪)-র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ জানুয়ারি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করেন রামপদ বিশ্বাস। রামপদ এলাকার কবিরাজি চিকিৎসা করতেন, যার কারণে তার ওই পরিবারের সঙ্গে পরিচয় ছিল। ঘটনার দুই দিন পর, ৮ জানুয়ারি ভুক্তভোগীর বাবা নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলায় তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামের রামপদ পাল, সুবল বিশ্বাস (৪৫), পিকুল মোল্লা (৪৪), পরু বিশ্বাস (৫৮) এবং সালথা উপজেলা সদরের নির্মল বিশ্বাসকে আসামি করা হয়। ৩১ মার্চ ২০১১ সালে তদন্ত শেষে রামপদ বিশ্বাস ও পিকুল মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অপরদের সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ ১৪ বছর ধরে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করে। রায়ে বলা হয়েছে, কিশোরীকে অপহরণ করে বিদেশে (ভারত) পাচার ও যৌনতায় বাধ্য করা হয়েছিল। এটি মানব পাচার ও নারী-শিশু নির্যাতন দমন আইনের গুরুতর অপরাধ। অপরাধের ভয়াবহতা বিবেচনা করে রামপদ বিশ্বাসকে যাবজ্জীবন ও পিকুল মোল্লাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ভূঁইয়া রতন বলেন, “এই রায় নারী ও শিশু নির্যাতন দমন এবং মানব পাচার প্রতিরোধে একটি নজির হয়ে থাকবে। সমাজে বার্তা যাবে— এ ধরনের জঘন্য অপরাধ করে কেউ পার পাবে না। দীর্ঘদিন পর হলেও ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে।”

প্রতিবেদক- রবিউল হাসান রাজিব, ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...