Logo Logo

নোয়াখালীর যুবককে ফেনীতে পিটিয়ে হত্যা, হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সী বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহার (৩৮) কে ফেনীর মোটবীতে পিটিয়ে হত্যা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।


বিজ্ঞাপন


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজারে তারা সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বাহারের বড় ভাই জাফর আহমেদ, নিহতের স্ত্রী নুর নাহার, স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন, এবং জান্না মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হালিম। তারা অভিযোগ করেন, বাহার একজন নিরীহ ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক ছিলেন এবং ফেনীর কাশিমপুরের স্টার লাইন নামক প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বক্তারা আরও জানান, গত রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে চোর আখ্যা দিয়ে ফেনীর মোটবী ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করে। তারা অভিযোগ করেন, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অপর্যাপ্ত।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, একজন বুদ্ধি প্রতিবন্ধী ও নিরীহ যুবককে এভাবে নির্মমভাবে হত্যা করা মানবতার পরিপন্থী। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের কোন অনীহা নেই এবং তারা সকলের গ্রেফতারে কাজ চালাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...