Logo Logo

গোপালগঞ্জে গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকের সহকারী নিহত


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন ট্রাক হেলপার নিহত হয়েছেন। মৃতের নাম মো. সীমান্ত রহমান (১৮)। তিনি যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী গ্রামের মুফিজুর রহমানের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় হাইওয়ে পুলিশ জানায়, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে পাঁচটার দিকে কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে খুলনাগামী একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার সীমান্ত রহমান মারা যান।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, “দুর্ঘটনার সময় ট্রাক চালক পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের পরিবারকে সহায়তা করার পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত করছে।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...