বিজ্ঞাপন
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারীপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর এর যৌথ আয়োজনে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি সেতারা-সাহিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত গণশুনানিতে কমিউনিটির সেবাগ্রহীতাগণ, সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, ছাত্র-ছাত্রী, তরুণ, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সনাক, ইয়েস ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রায় ২০০ জন (নারী: প্রায় ১০০ জন) অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
গণশুনানি অনুষ্ঠানের উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্যে মাদারীপুর সনাকের, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক ডা: রুনিয়া বেগম আলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের মধ্যদিয়ে হতে পারে সুশাসনের উন্নয়ন এবং জনগন পেতে পারে কাঙ্খিত সেবা। কিন্তু, দূর্ভাগ্যবশতঃ কার্যকর মনিটরিং ব্যবস্থা, দুষ্টের দমন ও শিষ্টের লালন প্রয়োগ না করা ও স্থানীয় জনগনের সক্রিয় সম্পৃক্ততার অভাবে সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোতে প্রকৃতপক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। এই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।
সভার সভাপতি জনাব মহাদেব বর্মন বলেন, টিআইবি/সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দেলনের অংশ হিসেবে গণশুনানি অনুষ্ঠান কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
গণশুনানি অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের জবাব ও মতামত দেন অনুষ্ঠানের অতিথি ও সেবাদাতা জনাব মতিউর রহমান, উপপরিচালক (পরিবার পরিকল্পনা), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারীপুর; জনাব ফারজানা খানম, মেডিকেল অফিসার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারীপুর ও জনাব মোহাম্মদ আহসানউল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত), মাদারীপুর সদর উপজেলা, মাদারীপুর। উপপরিচালক, পরিবার পরিকল্পনা, মাদারীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবার তথ্য তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বের শেষান্তে উপপরিচালক বলেন, সেবাগ্রহণকারী বা জনগনই হলো আমাদের রাষ্ট্রের প্রকৃত মালিক, আমরা তাদের জীবনমান উন্নয়নে কাজ করছি। কিন্তু একদিকে যেমন সুশাসনের অভাব রয়েছে, আবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়নের পথে আছে অনেক সীমাবদ্ধতা। এই খাতে বাজেট অনেক কম এবং নিয়মিত বরাদ্দের সমস্যা রয়েছে, এছাড়া ঔষধের স্বল্পতা, অবকাঠামোগত সমস্যা, জনবান্ধব সেবাবিধিব্যবস্থা অনুসরন না করা, সেবাপ্রদানকারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের ঘাটতি ও স্থানীয় জনগনের সম্পৃক্ততার অভাব নানাবিধ কারণে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে প্রতিবন্ধকতা দেখা যায়। কিন্তু, আমাদেরকে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে জনগনকে কাঙ্খিত মানের সেবা প্রদান করতে হবে। বিশেষ করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রসহ সকল স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত, সময়মত খোলা ও প্রতিষ্ঠানের সময় অনুসরণ, সঠিক সময়ে ডাক্তার ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ সকল কর্মীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। যথাযথভাবে সেবা প্রদান ও ঔষধের সর্বোত্তম ব্যবহার, সেবার পরিবেশ রক্ষা করা, নারী ও প্রান্তিক জনগণ, প্রতিবন্ধীবান্ধব পরিবেশ এবং সুবিধাদি নিশ্চিত করতে হবে।
তিনি মুক্তভাবে প্রশ্ন করার জন্য কমিউনিটি, সাধারণ জনগন ও সুধী সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এধরনের অংশগ্রহণমূলক গণশুনানি আয়োজনের জন্য তিনি টিআইবি সনাককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইয়েস, এসিজি ও সাধারণ জনগণকে সাথে নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে কাজ করা অঙ্গিকার করেন।
মুক্ত আলোচনায় সেবাগ্রহীতাদের পাশাপশি সনাক, ইয়েস ও এসিজি’র প্রতিনিধিবৃন্দ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করেন এবং সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব এনায়েত হোসেন নান্নু, সহসভাপতি, সনাক ও আশীষ কুমার বৈদ্য, সদস্য, সনাক, মাদারীপুর। গণশুনানি অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জনাব আঞ্জুমান আরা কবির, যুগ্ম-আহবায়ক, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, সনাক, মাদারীপুর। -সংবাদ বিজ্ঞপ্তির
প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...