Logo Logo

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সংহতি


Splash Image

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে চলমান কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে নিজেদের দাবি আদায়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বেলা ১১টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা। সেখানে এসে তাদের সঙ্গে সংহতি জানান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট এবং একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮–১০ জন শিক্ষক।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, “আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে দাঁড়িয়েছেন। তাদের এই সমর্থন আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।”

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা দাবির’ পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত দাবি অনুযায়ী রূপরেখা ও সুপারিশ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং-এ ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

শিক্ষার্থীদের হঠাৎ অবরোধ কর্মসূচির কারণে তেজগাঁও সাতরাস্তা মোড় এবং আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় মালিবাগ, মহাখালী, ফার্মগেট ও মগবাজারমুখী সড়কগুলোতেও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। অফিসগামী মানুষ এবং জরুরি সেবার যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হন।

কারিগরি শিক্ষার্থীদের দাবি আদায়ে আন্দোলন চলমান রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...