Logo Logo

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ


Splash Image

ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলায় মেধাবী, অসচ্ছল, গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩৮ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি হিসেবে নগদ ২ হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহাবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান। তিনি শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন এবং বলেন, “বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেকেই শিক্ষিত হয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করছেন। শিক্ষিত না হলে সামাজিক সুবিধা পাওয়া যায় না। তাই লেখাপড়ার মান উন্নয়নে মনোযোগী হতে হবে এবং আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই এ আর্থিক অনুদান দেওয়ার সার্থকতা প্রমাণ হবে।”

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউএনও ইসরাত জাহান আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি পূজা মণ্ডপ কমিটিগুলোকেও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এ সময় সদর সহকারী সমাজসেবা অফিসার সোরাইয়া আক্তার আইরিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- রবিউল হাসান রাজিব, ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...