Logo Logo

ফরিদপুরে জঙ্গলে পড়ে থাকা সেই নবজাতক পেলো নতুন ঠিকানা


Splash Image

ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের ধুলদি রেলগেট সংলগ্ন সহিরউদ্দিন হাফিজিয়া মাদরাসা এলাকার জঙ্গলে পাওয়া সেই নবজাতক ছেলে শিশুর জন্য অবশেষে নতুন বাবা-মা মিলেছে। উদ্ধার হওয়ার পর সেফহোমে চিকিৎসাধীন অবস্থায় থাকা শিশুটির দায়িত্ব নিতে আবেদন করেছিলেন ৩৪ দম্পতি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় ফরিদপুরের একজন ব্যবসায়ী ও সচ্ছল পরিবারের এক দম্পতির কাছে শিশুটিকে আইনানুগভাবে হস্তান্তর করা হয়।

ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহাবুর রহমান বলেন, “নবজাতকটির দায়িত্ব নিতে মোট ৩৪ দম্পতি আবেদন করেন। এর মধ্যে ২৯ জন সরাসরি উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে নিয়মকানুন মেনে ফরিদপুর জেলার সচ্ছল এক ব্যবসায়ী দম্পতির কাছে নবজাতকটি হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, ওই দম্পতির দীর্ঘ কয়েক বছরের বিবাহিত জীবনে সন্তান হয়নি। দেশ-বিদেশে চিকিৎসা করিয়েও সন্তান লাভে ব্যর্থ হওয়ার পর কুড়িয়ে পাওয়া এই শিশুটির অভিভাবকত্ব গ্রহণের জন্য তারা আবেদন করেন। সব ধরনের প্রক্রিয়া শেষ করে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় উপযুক্ত প্রমাণিত হওয়ায় শিশুটিকে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, “শিশুটিকে সেফহোমে রাখা হয়েছিল। আইনানুগ অভিভাবকত্ব গ্রহণে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। আবেদনকারীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিশু কল্যাণ বোর্ড শিশুটির অভিভাবক নির্বাচন করে। আশা করি বাচ্চাটি নতুন অভিভাবকের কাছে ভালো থাকবে।”

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদি রেলগেট সংলগ্ন সহিরউদ্দিন হাফিজিয়া মাদরাসা এলাকার জঙ্গলে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এরপর আইন অনুযায়ী তার ভবিষ্যৎ অভিভাবক খুঁজতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবেদক- রবিউল হাসান রাজীব, ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...