ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম রুবিনা আক্তার রিংকি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ি আঁকাবাঁকা সড়কে জিপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রুবিনা আক্তার রিংকি। দুর্ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দেব্রত সরকার নামে এক পর্যটক জানান, সকালে মোট ৪৪ জনের একটি দল সাজেক ভ্রমণে যান। তারা চারটি গাড়িতে ভাগ হয়ে ফিরছিলেন। ফেরার পথে এর মধ্যে একটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে। আহত শিক্ষার্থী অয়ন চক্রবর্তী বলেন, তারা টিম ওয়ার্কের অংশ হিসেবে সাজেক ভ্রমণে গিয়েছিলেন। ফেরার পথে জিপটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইউএনও আমেনা মারজান জানান, আহতদের চিকিৎসা চলছে এবং সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...