বিজ্ঞাপন
সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের চারপাশে হাঁটুর উপরে পানি জমে থাকে, সৃষ্টি হয় জলাবদ্ধতা। তখন বিদ্যালয় প্রাঙ্গণ ডুবো ডুবু অবস্থার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়, আর ছোট ছোট শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে আসা হয়ে দাঁড়ায় কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী রানী তলাপাত্র বলেন, “বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ এখানে কোনো রাস্তার ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, ওয়াশ ব্লক নেই। সামান্য বৃষ্টি হলেই চারপাশে হাঁটুর উপরে পানি জমে থাকে। এই অবস্থায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”
এমন ভয়াবহ পরিস্থিতির কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী ও অভিভাবকরা জানিয়েছেন, জিনিয়া ওমর মডেল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও এখনো কোনো কাজ হয়নি।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন— সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী যখন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হওয়ার কথা, তখন একটি সরকারি বিদ্যালয় অবহেলায় এভাবে পিছিয়ে থাকবে কেন? তারা অবিলম্বে বিদ্যালয়টির রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, ওয়াশ ব্লক স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...