Logo Logo

যে স্কুলে ৩ জন শিক্ষক, ১ জন ছাত্রী


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার ৬২ নং মাছকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী সংখ্যা ৩৫ জন। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে—পুরো স্কুলে উপস্থিত মাত্র একজন ছাত্রী।


বিজ্ঞাপন


বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রত্না বিশ্বাস জানান, “আমাদের স্কুলে মোট ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। তবে আজ বিশ্বকর্মা পূজার কারণে শিক্ষার্থীরা আসেনি। কেবল একজন ছাত্রী আছে, তিনি আমার মেয়ে।”

এ বিদ্যালয়ে দেড় বছর ধরে শিক্ষকতা করছেন সমর কুমার কীর্তনীয়া। কিন্তু তিনি কোনো প্রকার অফিসিয়াল ডেপুটেশনের নথি ছাড়াই এখানে কর্মরত। বিষয়টি নিয়ে স্থানীয়দের প্রশ্ন—প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কীভাবে একজন শিক্ষক এতদিন ধরে চাকরি করতে পারেন? তাহলে কি কর্তৃপক্ষ উদাসীন?

ঘটনার সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট ক্লাস্টার কর্মকর্তা (এটিও) জামাল হোসেন গাজী বলেন, “বিদ্যালয়ে ৩৫ জন শিক্ষার্থী আছে। আমি ইতোমধ্যে প্রতিবেদন পাঠিয়েছি যাতে স্কুলটি মার্চ করা হয়।”

টিও পরিমল চন্দ্র বালা মুঠোফোনে জানান, “আগামীকাল আমি নিজে গিয়ে বিষয়টি দেখব।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) মোছা: জোসনা খাতুন বলেন, “দুই মাস আগে অফিস মিটিংয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো শিক্ষক অফিসিয়াল কাগজ ছাড়া কোথাও অবস্থান করতে পারবেন না।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে এতদিন ধরে বিদ্যালয়ে নথিহীন শিক্ষক কর্মরত থাকতে পারেন? তারা দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...