Logo Logo

টুঙ্গিপাড়ায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রম শুরু করেছে উপজেলা বিএনপি।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বর্নি ইউনিয়নের বিভিন্ন বাড়ি ও বাজারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়। “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” স্লোগান সম্বলিত লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অলিউর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নির্দেশে উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।”

তিনি আরও জানান, লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে বিএনপির নির্বাচনী ইশতেহার তুলে ধরা হচ্ছে এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আগামীতেও এই প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...