Logo Logo

প্রাকৃতিকভাবে ফসল রক্ষায় কৃষকের নতুন দিগন্ত, টুঙ্গিপাড়ায় পার্চিং উৎসব


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জৈবিক পদ্ধতিতে পোকা নিয়ন্ত্রণের জন্য কৃষক সমাবেশের মাধ্যমে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন কৃষি মাঠে এ আয়োজন করা হয়। কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া, কৃষি প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার, এসএপিপিও ও সংশ্লিষ্ট ব্লকের এসএএওবৃন্দ।

পরিদর্শনকালে কৃষি কর্মকর্তারা বস্তায় আদা চাষ, প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো-মেশিন, বিসিআইসি সারের গুদাম ও বিন্নায় কেন্দ্র ঘুরে দেখেন এবং কৃষকদের দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়া খামারী অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগকৃত আমন ধানের ব্লক পর্যবেক্ষণ করেন এবং মাজরা পোকাসহ অন্যান্য ক্ষতিকর পোকা দমন নিয়ে আলোচনা করেন।

কৃষকরা জানান, পার্চিং উৎসব তাদের জন্য নতুন অভিজ্ঞতা। কৃষক শান্ত শেখ বলেন আমরা আগে বুঝতাম না মাঠে শুকনো ডাল বা কাঠি গেঁড়ে রাখলে কী উপকার হয়। আজকের এই সমাবেশে শিখলাম যে এতে ক্ষতিকর পোকা পাখির খাদ্যে পরিণত হয় এবং ফসল নিরাপদ থাকে। এতে কীটনাশকের ব্যবহার অনেকটা কমে আসবে।

অন্য কৃষক জামাল শেখ বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাসায়নিক ওষুধ ব্যবহার করে আসছিলাম। এতে খরচ যেমন বাড়ছিল, তেমনি ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পার্চিং উৎসবের মাধ্যমে প্রাকৃতিকভাবে পোকা দমন করলে খরচও কমবে, আবার ফসলও সুস্থ থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মামুনুর রহমান বলেন, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা আমাদের লক্ষ্য। কৃষকদের সচেতনতার মাধ্যমে রাসায়নিকের ব্যবহার কমিয়ে আনা সম্ভব। এ জন্য মাঠ পর্যায়ে পার্চিং উৎসবসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

কৃষি কর্মকর্তারা মনে করেন, এ ধরনের সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কৃষকরা প্রাকৃতিকভাবে পোকা নিয়ন্ত্রণে আরও উৎসাহিত হবেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসবেন।

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...