Logo Logo

ফরিদপুরের কুমার নদে স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিন স্পিডবোটে করে দেশীয় অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৮ কিশোর ও তরুণকে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

ভিডিওতে দেখা যায়, একটি স্পিডবোটে থাকা কিশোর-তরুণরা দেশীয় অস্ত্র প্রদর্শন করছে। পরে পুলিশের অভিযান চালানো হয়। তবে পুলিশ কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি। বুধবার রাত ১০টার দিকে পুলিশের অভিযানের একটি ৩৩ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যায়, পুলিশ একটি ট্রলারে অভিযান চালাচ্ছে। সেখানে উচ্চস্বরে গান বাজছিল। পুলিশ উপস্থিত হলে তরুণরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ২০টি স্পিডবোট এবং অর্ধশত ট্রলার নিয়ে কিশোর-তরুণরা কুমার নদের চার কিলোমিটার অংশে মহড়া দিয়েছে।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো জানান, তাদের আয়োজন বন্ধ থাকলেও প্রতিবছরই কিশোর-তরুণরা এমন মহড়া দেয়। তবে স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের বিষয়টি তার জানা নেই। ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই মন্তব্য করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এই ঘটনা শোনার পর পুলিশ কুমার নদে অভিযান চালিয়েছে। তবে অস্ত্র প্রদর্শনকারী কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...