বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল ও নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশিত নির্দেশনায় মূল বিষয়গুলো হলো:
* সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে সহায়তা করতে হবে।
* কোনো প্রকার অসদাচরণ, বাধা বা হয়রানি করা যাবে না।
* ক্যাম্পাসের সব তথ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করতে হবে।
* নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে সংবাদ সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, সাংবাদিকরাও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ বজায় রাখবেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।
উল্লেখযোগ্য, গত ১২ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলার সময় দুই বিভাগের সংঘর্ষের সময় ক্যাম্পাসের দুই সাংবাদিককে হুমকি দেওয়া হয়। এছাড়া ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি এক নারী সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেন। এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করেছে।
প্রতিবেদক- মোঃ আশিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...