বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন সরকার ওই গ্রামের গনেশ সরকারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সকালে স্বাধীন সরকারের মা তার রুমের দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, স্বাধীন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। দ্রুত নামিয়ে আনার পরও তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজার কেনাকাটার জন্য অর্থ না পাওয়ায় স্বাধীন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...