Logo Logo

দুর্নীতি দূর না হলে গণতন্ত্র পুনর্গঠন সম্ভব নয় : বদিউল আলম


Splash Image

বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করতে না পারলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন করা সম্ভব হবে না।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, “দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ না হলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকা সত্ত্বেও গত তিনটি নির্বাচনে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, এবারের নির্বাচনেও যদি দুর্নীতি প্রতিরোধ করা না যায়, তবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে না। পাশাপাশি রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

সুজন সম্পাদক বলেন, “রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...