বদিউল আলম মজুমদার। ফাইল ছবি
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, “দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ না হলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকা সত্ত্বেও গত তিনটি নির্বাচনে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, এবারের নির্বাচনেও যদি দুর্নীতি প্রতিরোধ করা না যায়, তবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে না। পাশাপাশি রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
সুজন সম্পাদক বলেন, “রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠনে দুর্নীতি বন্ধ করা জরুরি।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...