Logo Logo

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এইচএম অহেদুল ইসলামের ছেলে, ছাত্রলীগের সক্রিয় কর্মী জান্নাতুল ফেরদৌস তৌকির (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে আটক করে।

জান্নাতুল ফেরদৌস তৌকিরকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা অবরোধের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। ওই ঘটনায় কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে ব্যারিকেট সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সাধারণ জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

ওসি বলেন, “এই ঘটনায় পুলিশ ১১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫শ’ জনকে অজ্ঞাত আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জান্নাতুল ফেরদৌস তৌকিরকে এ ঘটনায় জড়িত প্রমাণিত হওয়ায় আটক করা হয়েছে। এ পর্যন্ত আমরা এই মামলায় ৬৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

প্রতিবেদক- সৌরভ বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...