Logo Logo

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ ১ যুবক আটক


Splash Image

ভারতে পাচারের সময় ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার সকাল যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি ঢাকার শ্যামপুর থানার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে মোট ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১,১১,১১,৫৭৪ টাকা (এক কোটি এগার লক্ষ এগার হাজার পাঁচশত চুয়াত্তর টাকা)।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সক্ষমতা ও সতর্কতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদক- জাকির হোসেন, শার্শা, যশোর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...