ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বুধবার সকালে একটি আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করে পোস্ট দেন মহসীন। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ মহসীনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় মহসীনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম। গতকাল দুপুরে উত্তেজিত জনতা মহসীনের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় কফিল উদ্দিন শাহর মাজারসহ চারটি মাজারেও হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ধর্ম অবমাননায় অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যারা মাজার ও বাড়িঘরে হামলা চালিয়েছে তারা এবং উসকানিদাতাকে আইনের আওতায় আনা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...