Logo Logo

ড্রোন হামলায় কাঁপলো দারফুর, মসজিদে নামাজরত অবস্থায় ৭৮ মুসল্লির মৃত্যু

নামাজের সময় ভয়াবহ হামলা, ধ্বংসস্তূপে চাপা বহু মরদেহ


Splash Image

ছবি- সংগৃহীত

সুদানের দারফুরে এল-ফাশার শহরের একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে ড্রোন হামলায় অন্তত ৭৮ মুসল্লি নিহত হয়েছেন। আহত আরও অনেকে। ধ্বংসস্তূপে আটকে পড়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।


বিজ্ঞাপন


সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে এক ভয়াবহ ড্রোন হামলায় ফজরের নামাজরত মুসল্লিদের রক্তে ভাসলো মসজিদ। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।

দেশটির স্থানীয় হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসা সূত্র জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও মরদেহ আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ কারণে উদ্ধারকাজ এখনো চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফজরের নামাজ চলাকালে হঠাৎ মসজিদের ওপর ড্রোন হামলা হয়। মুহূর্তেই পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলার জন্য আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হলেও তারা এখনো কোনো মন্তব্য করেনি।

হামলার পর স্থানীয়রা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আন্তর্জাতিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...