বিজ্ঞাপন
দগ্ধরা হলেন—মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। দগ্ধদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, শুক্রবার গভীর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ এসি থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়লে চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নেভানোর পর আহতদের উদ্ধার করে রাতেই বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই গুরুতর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...