Logo Logo

বিদেশে সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক নয়: ধর্ম উপদেষ্টা


Splash Image

ঐক্য ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়: ধর্ম উপদেষ্টা। ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তি নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সিরাত মাহফিলের ১৬তম দিনের ধর্মীয় আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে পৌঁছায়, তবে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বাধা থাকবে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

সম্পদ লুট ও বিদেশে পাচারের সমালোচনা করে খালিদ হোসেন বলেন, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে তারা দেশপ্রেমিক হতে পারে না। বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের শাসনের আদলে সাজাতে হবে, যাতে দেশে বৈষম্য দূর হয়ে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরওয়ার আলম, সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী এবং অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...