বিজ্ঞাপন
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা মনোহরদী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্তে পিবিআই নরসিংদীকে অবহিত করে।
পিবিআই নরসিংদীর এসআই আশরাফ আলীর নেতৃত্বে একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় সনাক্ত করে। নিহতের নাম রুবেল মিয়া (৪২)। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ ভোরের বাণীকে জানান, নিহত রুবেল মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় তিনটি এবং নরসিংদী জেলার শিবপুর থানায় দুটি মামলা চলমান রয়েছে। তিনি বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআইয়ের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নদীতে লাশ ভাসতে দেখা মাত্রই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাশ উদ্ধারের পর থেকে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা—সে বিষয়ে জোর তদন্ত শুরু হয়েছে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও পিবিআইয়ের তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...