ছবি- সংগৃহীত
বিজ্ঞাপন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে বেড়ে উঠতে হবে। শুধুমাত্র বইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সততার চর্চা করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি।
শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি)-তে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত অভিষেক ও ছাত্রবৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনও দেশের একটি অনুন্নত জেলা। এ জেলার উন্নয়নে স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। জেলা সমিতিগুলো যদি ব্যক্তিস্বার্থের পরিবর্তে সমষ্টিগত স্বার্থে কাজ করে তবে উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ জেলার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে বিভাজন ও বিবাদ বন্ধ করতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই জেলার উন্নয়নের প্রধান শক্তি হতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...