Logo Logo

রাজবাড়ীর পৌর পূজামন্ডপ নেতৃবৃন্দের কাছে ছাত্রদলের উপহার


Splash Image

“সেবাই প্রকৃত ধর্ম” শ্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাজবাড়ী পৌরসভার প্রতিটি দুর্গা মণ্ডপের নেতৃবৃন্দ ও কমিটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে জেলা ছাত্রদল।


বিজ্ঞাপন


শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর ইসলাম রোমান এই সভার আয়োজন করেন। সভা শেষে জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের প্রতিনিধিদের উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীকান্ত বিশ্বাস রাহুল। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি জয়দেব কর্মকার, জেলা মহিলা পরিষদের সভাপতি দেবাহুতি চক্রবর্তী, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবলু চক্রবর্তী, সন্তোষ দত্ত, পরিমল সাহা, অ্যাডভোকেট স্বপন সোম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, জেলা কৃষকদলের সদস্য সচিব একে এম সিরাজুল আলম চৌধুরী (ভিপি সিরাজ) ও সাবেক জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখনসহ বিভিন্ন পেশাজীবী ও সুধীজন।

বক্তারা বলেন, “ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং থাকব। নির্ভয়ে আপনারা পূজা করুন, যে কোনো সমস্যায় আমরা সহযোগিতা করব।”

মতবিনিময় শেষে রাজবাড়ী পৌরসভার ২৭টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে আহ্বায়ক আরিফুর ইসলাম রোমানের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার সব দুর্গা মণ্ডপের নেতৃবৃন্দ ছাড়াও সনাতন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...