Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত


Splash Image

“আমরা যুদ্ধ চাই না, আমরা ধ্বংস চাই না, এসো পৃথিবীতে শান্তির পতাকা উড়াই”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উদ্যোগে পিএফজি ও ওয়াইপিএজি-এর যৌথ আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জনসাধারণ, শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে একটি শান্তি পদযাত্রার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির অ্যাম্বাসেডর ও জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মমিনুল হক। উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর এস শাহিন, দি হাঙ্গার প্রজেক্টের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, রতন কান্তি, রাকিব ও জসিম উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ওয়াইপিএজি ব্রাহ্মণবাড়িয়ার কো-অর্ডিনেটর ফাহিম মুনতাসীর।

বক্তারা বলেন, আন্তর্জাতিক শান্তি দিবসের মূল উদ্দেশ্য হলো যুদ্ধ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে স্থানীয় পর্যায়ে শান্তি-বান্ধব পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসন ও জনসাধারণের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...