Logo Logo

নকলায় লাইসেন্সবিহীন ২টি সারের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা


Splash Image

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে অনুমোদনবিহীন সারের দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে।


বিজ্ঞাপন


সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আল আমিন এন্টারপ্রাইজ (প্রোপাইটর আঃ আজিজ) ও আল সামির এন্টারপ্রাইজ (প্রোপাইটর মিজানুর রহমান মিন্টু) নামের দুটি দোকানকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ ধারায় জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং নকলা চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ সদস্যরা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, “আমরা খবর পাই, নিবন্ধিত ডিলারের বাইরে কিছু খুচরা বিক্রেতা সরকারি অনুমোদন ছাড়াই সার বিক্রি এবং অধিক মূল্যে হাতিয়ে নিচ্ছে, যা সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ ধারার পরিপন্থী। অনুমোদন ছাড়া সার বিক্রি ও মানি রিসিট না থাকার দায়ে দুই দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা ও সঠিক বাজারব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী বলেন, “আমরা কৃষকদের নিয়মিত অনুরোধ করছি যেন তারা অনুমোদনবিহীন কোনো দোকান থেকে সার ক্রয় না করেন। অনুমোদিত ডিলারদের বিক্রয় কার্যক্রমও নিয়মিত মনিটরিং করা হচ্ছে, যাতে তারা কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রি করেন।”

প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...