বিজ্ঞাপন
নিহত রেনু বেগম উমেদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত ছাদেক হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রেনু বেগম একাই বসবাস করতেন। দুপুরে এক প্রতিবেশী বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে নজর দিলে তিনি রেনু বেগমকে বিছানায় রক্তমাখা অবস্থায় লুটিয়ে থাকতে দেখেন।
প্রতিবেশী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয়রা ধারণা করছেন, চুরি করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এক মাস আগে এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।
শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি।”
পুলিশ হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও গ্রেফতারে তৎপর রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...