Logo Logo

আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের নিরাপত্তায় আনসার, ডিসেম্বরেই শেষ হচ্ছে কাজ: সচিব এহসানুল হক


Splash Image

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক বলেছেন, আশুগঞ্জ-নবীনগর-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ করা সম্ভব হবে। নিরাপত্তাজনিত ভয় কাটিয়ে প্রকল্পের কাজে গতি আনা হয়েছে বলে তিনি জানান।


বিজ্ঞাপন


সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জে নবীনগর-আখাউড়া মহাসড়ক প্রকল্পের কাজ পরিদর্শনকালে বিশ্বরোড মোরে সিনিয়র সচিব এ তথ্য জানান।এর আগে সকালে নবীনগর আশুগন্জ মহাসড়কের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, "এফএনসি ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন কোম্পানির লোকজন নিরাপত্তার ভয়ে চলে গিয়েছিল। আমরা জেলা প্রশাসক (ডিসি) সাহেবের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেছি। এখন আর কোনো জটিলতা নেই।"

ছয় লেন ও চার লেন এবং ধরখাল-আখাউড়া মহাসড়কের কাজে জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, "এই জটিলতা আর নেই। মাটি ভারাটের (ভারাটিং) কাজ শুরু হয়েছে। কাজ দ্রুত এগিয়ে চলেছে।"

তিনি আরও বলেন, প্রকল্পের বাকি কাজ সময়মতো সম্পন্ন করতে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক কাজের সাইটে এখন আনসার বাহিনী নিয়োজিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।

আশুগঞ্জ-নবীনগর মহাসড়ক এবং চার লেন প্রকল্প সাইট পরিদর্শন করার সময় চার লেন প্রকল্প পরিচালক শামিম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...