Logo Logo

মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


Splash Image

ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মো. ইমরান ফকির (৩৩) নামে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

জানা গেছে, মো. ইমরান ফকির মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মো. আফসার ফকিরের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ আগস্ট দুপুরে ইমরান ফকির যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেন। ওই ঘটনায় নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত ইমরান ফকিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডিত করেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...