Logo Logo

নদী ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে শেরপুরে গ্রামবাসীর মানববন্ধন


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর, চকসাদী, ম্যাচকান্দি ও ওমরপাড়া গ্রামের শত শত আবাদি জমি ইতোমধ্যে বাঙ্গালী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় ৮ শতাধিক বিঘা আবাদি জমি।


বিজ্ঞাপন


পাশাপাশি গ্রামের প্রধান সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের সাহেববাড়ী এলাকায় এসব দাবি বাস্তবায়নের জন্য স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, প্রতি বছর বাঙ্গালী নদীর ভাঙনে কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে কয়েকটি গ্রামের মানুষ সর্বস্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। বিনোদপুর গ্রামের ফসল পরিবহনের একমাত্র প্রধান রাস্তা সামান্য বৃষ্টিতেই কাদা ও খানাখন্দে ভরে যায়, ফলে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী হুমায়ুন কবির বিপ্লব, বাবলু মিয়া, নূর-আমিনসহ অনেকে জানান, দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই কয়েকটি গ্রামের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে। তারা অভিযোগ করেন, সাহেববাড়ী বাঁধ নির্মাণের সময় রাস্তাটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর ফলে মাত্র ৮০-১০০ ফিট রাস্তা ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে, আর এজন্য বিনোদপুর গ্রামের মানুষকে প্রায় ৫ কিলোমিটার ঘুরে ফসল ঘরে তুলতে হচ্ছে।

ভুক্তভোগী ছানোয়ার হোসেন বলেন, “আমার বাবার দেড় বিঘা জমির মধ্যে ইতোমধ্যেই ১ বিঘা নদীতে চলে গেছে। বাকি আধা বিঘাও হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে সবটুকু জমি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ব।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নদী ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ- divisional প্রকৌশলী সোহেল রানা বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, “পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে সরেজমিনে গিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...